What's Hot
- রাজধানীতে দুইদিনে ট্রাফিক আইন ভাঙায় প্রায় ৪ হাজার মামলা
- চব্বিশের বিপ্লব লুটেরাদের লুটে খাওয়ার জন্য হয়নি: বিএনপি-মঈন খান
- পার্বত্য অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চলছেঃ সালাহউদ্দিন
- সৌরজগৎ অতিক্রম করা তৃতীয় নিশ্চিত ইন্টারস্টেলার তুলল 3I/ATLAS এর ছবি
- গাজীপুরে সাংবাদিক হত্যা মামলায় সাতজনকে গ্রেপ্তার
- বিএনপির কাছে মানুষের গভীর প্রত্যাশা রয়েছে: তারেক রহমান
- আগামীর প্রধানমন্ত্রী হবেন তারেক রহমানঃ মির্জা ফখরুল
- জুলাই ঘোষণাপত্রে ইসলামপন্থীদের অবদান মূল্যায়িত হয়নি: গোলাম পরোয়ার
Author: Sad Bin
এবার ফেইসবুক লাইভে এসে চিত্রনায়িকা পরীমণির পক্ষ নিয়ে ভুয়া বা নীল সাংবাদিকদের তুলোধুনো করে ছাড়লেন অভিনেত্রী স্বাগতা। তিনি বলেন,যে এজেন্সির নিজেরই কোন ঠিকানা নেই সেখানকার এক বুয়া এসে যা বলছে নীল সাংবাদিকরা তা প্রকাশ করছে আর মানুষও তাই বিশ্বাস করছে। এরপর পরীর উদ্দ্যেশ্যে এই অভিনেত্রী বলেন, আল্লাহ তোমার সহায় হোক পরীমণি,আশা করি এই ক্রাইসিস থেকে তুমি মুক্তি পাবে’।
আজ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলা সংস্কৃতির অংশ হতে পারে না প্রতি বছর পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়া বরং এটি আরোপিত একটি সংস্কৃতি। এ সময় তিনি উল্লেখ করেন, জাটকা ধরা ও খাওয়া হচ্ছে আইনের লঙ্ঘন । তিনি জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে ৮ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত এবং কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ সময়ে জাটকা ধরলে।
ইবতিহাল আবু সাদ, একজন মরক্কোর বংশোদ্ভূত এবং হার্ভার্ড গ্র্যাজুয়েট, বর্তমানে মাইক্রোসফটের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। মাইক্রোসফটের ৫০তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে, তিনি সাহসের সাথে মঞ্চে উঠে গাজার উপর ইসরায়েলের গণহত্যা নিয়ে প্রতিবাদ জানান। তিনি AI বিভাগের সিইও মুস্তাফা সুলেমানের মুখোমুখি হয়ে বলেন যে, মাইক্রোসফট ইসরায়েলের প্রযুক্তি ও সামরিক কার্যক্রমে সহায়তা করে—যার মাধ্যমে গাজায় নিরীহ শিশু, পরিবার এবং সাধারণ মানুষদের ওপর অত্যাচার, বোমা হামলা এবং হত্যাকাণ্ড চালানো হচ্ছে। তিনি সরাসরি বলেন, “তোমাদের হাত রক্তে রঞ্জিত। কিভাবে তোমরা উদযাপন করো, যখন তোমাদের প্রযুক্তি ব্যবহার করে শিশুদের হত্যা করা হচ্ছে?” ইবতিহাল এর প্রতিবাদ ছিল শান্তিপূর্ণ, কিন্তু তা ছিল গভীরভাবে প্রভাবশালী।
নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না ফিলিস্তিন হতে ঢাকা মেডিকেল কলেজে পড়তে আসা শিক্ষার্থী ইব্রাহিম কিসকো এবং তিনি জানেন না যে তারা বর্তমানে কোথায় রয়েছে। তিনি মিডিয়ার সামনে জানান, খাদ্য গুদাম ও কারখানাগুলোতে ইসরায়েল পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে এবং সাংবাদিকদেরকেও পুড়িয়ে মারছে । কিসকো আরও বলেন, নিজ নিজ অবস্থান থেকে সবাইকে প্রতিবাদ জানানো উচিত। বাংলাদেশের সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “ইনশাআল্লাহ ইসরায়েলকে একদিন আমরা পরাজিত করবো।”
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান এখন আর প্রেম বা ভালোবাসায় বিশ্বাস করেন না। ফলে বিয়ের কোনো পরিকল্পনাও নেই তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমি বিয়ে না করাটাতেই পক্ষপাতি। বাকিটা আমি এখনও জানি না। মানে বিয়ে, প্রেম, ভালোবাসা- সবকিছু থেকে মন উঠে গেছে।’
আজ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন মানে স্বাধীনতার পতন নয় মন্তব্য করে বলেছেন, তাদের সাধুবাদ জানাই যারা আগস্টে বিপ্লব ঘটিয়েছেন । যদি তারা সঠিকভাবে চলতে পারতেন, তাহলে মানুষ বহু বছর তাদের স্মরণ রাখতেন। কিন্তু তারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। তারা বঙ্গবন্ধু বা জিয়াউর রহমানকে মানে না। এমনকি আমাদের কাউকেই মানে না তারা । এটা ভালো কথা নয়। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটীতে সাংবাদিক দের প্রশ্নের উত্তরে বলেন, আমাদেরকে আল্লাহ জয় দিয়েছিলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজকে এতো দালানকোঠা, ঘর-বাড়ি, রাস্তা-ঘাট এর কিছুই হতো না যদি বাংলাদেশ স্বাধীন না হতো। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়,…
অন্যান্য তারকাদের পাশাপাশি এবার চিত্রনায়িকা পরীমণির পক্ষে আওয়াজ তুললেন ব্রান্ড প্রমোটার বারিশা হক। ফেইসবুকের এক পোস্টে তিনি লিখেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন চিত্রনায়িকা পরীমণি কে নিয়ে একতরফা মিথ্যাচার প্রচারের জন্য ধিক্কার জানাই, এর দ্রুত বিচার চাই।যাচাই বাছাই না করে কেউ একজন মা-কে নিয়ে মিথ্যাচার করবেন না।’
গতকাল ৫ এপ্রিল বিকেল বেলা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ পৌরপার্কে এক সমাবেশে দাবি জানিয়েছেন, এই বাংলাদেশ গণতন্ত্রের বাইরে চলতে পারে না এবং দ্রুত ঘোষণা করতে হবে নির্বাচনের জন্য সুস্পষ্ট রোডম্যাপ । তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতেই বিএনপি নির্বাচনের জন্য কঠোর দাবি জানাচ্ছে। যদি নির্বাচনের রোডম্যাপ না দেওয়া হয়, তবে দেশব্যাপী কর্মসূচি ঘোষণার আহ্বান জানান তিনি। এছাড়া জামায়াত নেতাদের কড়া সমালোচনা করে বিএনপির কেন্দ্রীয় নেত্রী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেন, কোনো প্রলোভনে জামায়াত ভোটারদের বিভ্রান্ত করতে পারবে না এবং বিরোধী দল হিসেবেও তারা কখনো গড়ে উঠতে পারবে…
আজ টাঙ্গাইলের বল্ধি গ্রামে একটি বাজারমুখি সড়কে ব্রিজ পেরিয়ে বাক নেওয়ার সময় অটোরিকশা উল্টে যায়। অটোরিকশা খাদে পরে যাওয়ার পর গ্রামবাসী সেখানকার সবাইকে উদ্ধার করে । অটোরিকশাটিতে ড্রাইভার সহ ছিল মোট ৭ জন । একজন শিশু এবং ৪ জন মহিলাও ছিলেন । খাদে পরে যাওয়ার পর সবাইকে সেখান থেকে উদ্ধার করে সাথে সাথে হাসপাতালে পাঠানো হয় । এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, দুর্ঘটনার শিকার হওয়া সবাই ওই গ্রামের মানুষই ছিলেন। Tasin/ DBN
এবার ‘রক্তঋণ’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন ব্যর্থ প্রেমের সফল প্রেমিক বাপ্পারাজ।এটিই তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ। তবে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরলেও, এবার তার সঙ্গে নেই কোনো নায়িকা।ব্যর্থ প্রেমিকখ্যাত নায়ক এবার ফিরছেন নায়িকা ছাড়া। চরিত্রনির্ভর গল্পের ওপর নির্মিত হতে যাচ্ছে এই সিরিজ। Tasin/ DBN