আন্তর্জাতিক অনেক এয়ারলাইন্স ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের কারণে পরিবর্তন করেছে তাদের ফ্লাইটের রুট । এ পদক্ষেপ নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে বিভিন্ন এয়ারলাইন্স নিতে বাধ্য হয়েছে। এর মধ্যে গন্তব্য পরিবর্তন করে বিকল্প পথে ঢাকায় আসছে তিনটি বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটও ।
বর্তমানে এয়ারলাইন্সগুলো তাদের ইউরোপ ও দক্ষিণ এশিয়াগামী ফ্লাইটের রুট পুনর্নির্ধারণ করছে ভারত ও পাকিস্তানের আকাশপথ অনিরাপদ বিবেচিত হওয়ায় । বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের ইভা এয়ার নতুন রুট নির্ধারণ করেছে নিরাপত্তাজনিত কারণে ভারত ও পাকিস্তানের সংঘাতপূর্ণ অঞ্চল এড়িয়ে চলার জন্য । এখন থেকে ফ্লাইটগুলো অন্য পথে চলবে ইউরোপগামী এবং ইউরোপ ফেরত যাওয়ার জন্য ।
এই বিষয়ে দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ারও জানিয়েছে, তারা পরিবর্তন করেছে সিওল থেকে দুবাইগামী ফ্লাইটের সকল রুট । এখন তারা মিয়ানমার, বাংলাদেশ এবং ভারতের ওপর দিয়ে ফ্লাইট পরিচালনা করছে। এর আগে তারা পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতো।
আজ বুধবার থাই এয়ারওয়েজ তাদের ইউরোপ ও দক্ষিণ এশিয়াগামী ফ্লাইটগুলো নতুন রুটে পরিচালনা করছে ভোর থেকেই । এতে কিছু ফ্লাইটের ল্যান্ডিং করতে বিলম্ব হতে পারে বলে যাত্রীদের জানান তারা।
অপরদিকে ভিয়েতনাম এয়ারলাইন্স জানিয়েছে, ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে বাধাগ্রস্ত হয়েছে ভিয়েতনাম এয়ারলাইন্স এর ফ্লাইট পরিকল্পনা । তারা পরে জানাবে রিরাউটিং সংক্রান্ত বিস্তারিত সময়সূচি । তাইওয়ানের চায়না এয়ারলাইন্সও এই বিষয়ে বলেছে, যাত্রী ও ক্রুদের চলমান পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হচ্ছে জরুরি পরিকল্পনা। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু এখনও জানানো হয়নি।
ভারত পাকিস্তান উত্তেজনার কারণে কাতার এয়ারওয়েজ জানিয়েছে, পাকিস্তানে ফ্লাইট চলাচল পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
তিনটি বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটএর গন্তব্য পরিবর্তন করা হয়েছে। এরা হলো তার্কিশ এয়ারলাইন্স, জাজিরা এয়ারওয়েজ এবং কুয়েত এয়ারওয়েজ। এসব ফ্লাইট আজ সকাল থেকেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে শুরু করেছে। এসব ফ্লাইট যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিকল্প পথে পাকিস্তান এড়িয়ে ঢাকাতে ফিরে আসছে।
যাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন এয়ারলাইন্স সতর্কবার্তা জারি করেছে যে, কিছু ফ্লাইটের গন্তব্বে পৌছাতে বিলম্ব হতে পারে রুট পরিবর্তন এবং ফ্লাইট পুনঃনির্ধারণের কারণে। এ বিষয়ে যাত্রীদের আপডেট থাকতে এবং বিমানবন্দরে আসার অনুরোধ করা হয়েছে ফ্লাইটের সময়সূচি যাচাই করে ।