আজ ২৬ এপ্রিল রোজ শনিবার রাজধানীতে বিদ্যুৎ ভবনে জ্বালানি সংকট নিয়ে আয়োজিত এক সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন এবার গরমেও লোডশেডিংয়ের আশঙ্কা রয়েছে, তবে সরকার এটিকে সীমিত ও সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করবে।
এই বিষয়ে উপদেষ্টা বলেন, এবার কোনো পার্থক্য থাকবে না গ্রাম ও শহরের বিদ্যুৎ সরবরাহের মধ্যে । জ্বালানির বকেয়া বিল পরিশোধ করা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার ছিল । আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া জ্বালানির বকেয়া ৩.২ বিলিয়ন ডলার কমে এখন ৬০০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
নির্বাচন নিয়ে তিনি আরও বলেন, আগামী নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। যার ফলে এই সরকারের এতো কম মেয়াদ থাকায় জ্বালানি খাতের সব সংস্কার সম্ভব হবেনা। সিস্টেম লস আগামী দুই মাসের মধ্যে ৫০ শতাংশ কমাতে হবে। যেই লাইন লিকেজগুলো ছিল সেগুলো এখন ঠিক করা হচ্ছে। পদক্ষেপ নেয়া হচ্ছে গ্যাস চুরির বিষয়েও ।
Tasin/DBN