আজ ২৩ এপ্রিল রোজ বুধবার রংপুরে এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন, বিগত সরকার যা করেছে তা বিএনপি তা করতে চায় না এবং কারর উপর জুলুম করে প্রতিশোধও নিতে চায় না ।
তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি করার উদ্দেশ্য হচ্ছে এই দেশ ও দেশের মানুষ। বিএনপি-র ৩১ দফা পৌঁছে দিতে হবে দেশের প্রান্তিক পর্যায়ে ।বিএনপি দেশের স্বার্থে কি করতে চায় তা যদি মানুষের কাছে কোনোভাবে পৌঁছানো যায়, তাহলে মোকাবিলা করা যাবে সব প্রতিপক্ষকেই ।
তিনি আরও বলেন, বিগত সরকারের মতো বিএনপি তা করতে চায় না। জুলুম করে বিএনপি প্রতিশোধ নিতে চায় না।
তিনি আরও বলেন, এখন বিএনপির প্রধান কাজ হচ্ছে দেশ গঠনের জন্য দেশের জনগণকে ঐক্যবদ্ধ করা । বিএনপি দেশের মানুষের জন্য কিছু করতে হলে তা করতে দ্বিধাবোধ করবে না, দলের ওপর সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে হবে।
তারেক রহমান আরও বলেন, ধীরে ধীরে অদৃশ্য প্রতিপক্ষ দৃশ্যমান হচ্ছে,বিএনপির বিরুদ্ধে তারাই সকল ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।এই ষড়যন্ত্র নেতাকর্মীদেরকে সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে।
Tasin/DBN