আজ ১৯ এপ্রিল রোজ শনিবার ঢাকার উত্তরার বেসরকারি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ থেকে শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ করার কারনে এবং বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি পালন করার কারনে ৮ শিক্ষার্থীকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। এর প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা সকাল ১১টার দিকে কলেজ গেটে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ।
মানববন্ধন শেষ হলে স্মারকলিপি প্রদান করা হয় কলেজের অধ্যক্ষ বরাবর । এতে ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম নেতৃত্ব প্রদান করেন ।
শ্যামল মালুম উক্ত মানববন্ধনে বলেন, আওয়ামী লীগ ১৫ বছর ধরে বাংলাদেশের জনগণের সকল ধরনের মৌলিক অধিকার হরণ করে ফ্যাসিবাদী শাসন তৈরি করেছিল। এই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতন হয়। তবে এখনও তার অনুসারীরা বহাল তবিয়তেই আছে।
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কলেজের দেয়ালে শেখ হাসিনা দেশত্যাগের পরও টানিয়ে রাখা হয় শেখ মুজিবুর রহমানের ছবি । সচেতন কিছু ছাত্র-জনতা ১৯ নভেম্বর ছবিগুলো অপসারণ করলে সাধারণ শিক্ষার্থীদের ওপর সেই সকল নাসিম পরিবার এবং কলেজের কর্মকর্তাদের দিক থেকে অনেক দমন-পীড়ন শুরু হয়। পরবর্তীতে মিথ্যা মামলা দিয়ে ৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয় ছয় মাসের জন্য ।
এ বহিষ্কারাদেশকে ছাত্রদল ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে তা প্রত্যাহারের দাবি জানায়।