দোকানিরা সবজি যোগানের বিষয়ে জানান, কারওয়ানবাজারে টানা গত দুই দিন সবজির ট্রাক কম এসেছে। ভালো নয়সবজির মানও । কেজিপ্রতি একাধিক সবজির দাম গত ২ সপ্তাহে বেড়েছে অন্তত ২০ টাকা । এরমধ্যে টমেটো আর বেগুন উল্লেখযোগ্য।
বাজার ঘুরে পরিদর্শন করে দেখা যায়, লেবুর প্রতিহালির দাম ৪০ টাকা, টমেটো, গাজর ও শসা ৫০ টাকা কেজি এবং বেগুন ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অনদিকে, পেঁয়াজের দাম নতুন করে বেড়ে গিয়েছে।
বিক্রেতারা জানান, শীতের সবজির মৌসুম কেবলমাত্র শেষ হয়েছে। তাই পাওয়া যাচ্ছে না সব ধরনের সবজি । এ কারণে একটু বেশি যাচ্ছে সবজির দাম । আর পেয়াজ উৎপাদন বৃষ্টির কারণে অনেকাংশে কমে গেছে।
একজন ক্রেতাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, হয়তো সব জায়গাই সবজির দাম বেশী হওয়ায় বিক্রেতাদের বাড়তি দাম দিয়ে পণ্য কিনতে হচ্ছে।
অন্যদিকে মানিকগঞ্জের পাইকারি আড়ৎ ঘুরে জানা যায়, সেখানে সবজির দামে খুব উঠানামা নেই। সবজির সরবরাহও স্বাভাবিক রয়েছে সেখানে। ৩০ থেকে ৫০ টাকা কেজি দরে বেশিরভাগ সবজি বিক্রি করা হচ্ছে। ডায়মন্ড আলু ২৫ টাকার আশপাশে মিলছে । পাইকাররা সেখানে জানান, এখনও কৃষকরা সবজির যোগান দিয়ে যাচ্ছেন। তবে পরিবেশ ভালো না থাকলে বিপদ হতে পারে।
বিক্রেতারা বলেন, প্রতিহালি লেবুতে ২০ টাকা, করলাতে ৩০ ও বেগুনের দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা । অনেকে পেঁয়াজ মজুত করছে, তাই বাজারে পেঁয়াজের যোগান কম।
অপরদিকে, উত্তরাঞ্চলে কৃষকেরা সবজির দাম শুনে হতাশা প্রকাশ করেছেন। তারা জানান, বাজারে সবজির দাম বেশি হলেও আমরা নায্য দাম পাচ্ছি না, আমাদের কাছ থেকে পাইকাররা কম দামে কিনে নিয়ে বেশি দামে বিক্রি করছে। কৃষকদের উৎপাদন খরচ আর খুচরা বাজারে দামে অনেক পার্থক্য রয়েছে বলে অভিযোগ তাদের ।
Tasin/ DBN