জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনের আবেদনের সময়সীমা আরও ৯০ দিন বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ জানিয়েছে ।
আজ ১৭ এপ্রিল রোজ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের দপ্তরে জমা দেওয়া হয়েছে।এ তথ্য নিশ্চিত করেছেন সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম ও এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং সংস্কার সময়ন্ব কমিটির কো-অর্ডিনেটর ।
এনসিপি এই চিঠিতে জানায়, গণমানুষের প্রত্যাশার আলোকে ঐতিহাসিক জুলাই- আগস্ট ২৪-গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হয় এই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণ-অভ্যুত্থানের পর পর ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শুরু করেন বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম । তন্মধ্যে একটি কমিশন গঠন করা হয় নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য এবং একটি প্রতিবেদনসহ এই কমিশন তাদের সুপারিশ কর্তৃপক্ষের নিকট প্রদান করলেও অদ্যাবধি মৌলিক সংস্কার কার্যক্রমের দৃশ্যমানের আর কোনো অগ্রগতি নেই।
বর্তমান এই নির্বাচন কমিশন গত ১০ মার্চ রাজনৈতিক দল নিবন্ধনের জন্যএকটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নিজেই জেলা পর্যায় ১০ শতাংশ , উপজেলা পর্যায়ে ৫ শতাংশ কার্যালয় স্থাপনের শর্ত সহজ করার পাশাপাশি প্রতি পাঁচ বছর পর পর নিবন্ধিত দলের নিবন্ধন নবায়নের বাধ্যবাধকতার প্রস্তাবের কথাও তুলে ধরে এনসিপি।
সুতরাং বর্তমানের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়ন বা সংশোধনপূর্বক নিবন্ধন কার্যক্রম শুরু হওয়া দরকার।
কিন্তু বিলম্বের জন্য অন্তত ৯০ দিন বর্ধিত করার জন্য নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময়সীমার অনুরোধ জানায় এনসিপি।
এই বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করার সময়সীমা ন্যূনতম ৯০ দিন আরও বাড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে।