বাংলাদেশে “বাংলাদেশ আ-আম জনতা পার্টি” নতুন একটি রাজনৈতিক দল হিসেবে আজ ১৭ এপ্রিল আত্মপ্রকাশ করেছে । দলটি ঘোষণা দিয়েছে জনগণের ন্যায্য অধিকার, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠাকে বেশি প্রাধান্য দেওয়ার ।
ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন এই দলটির ঘোষণাপত্র পাঠ করেন। ফাতিমা তাসনিম এখানে সদস্য সচিব হিসেবে আছেন ।
দেশের জনগণের মৌলিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য দলটির কাজ করার অঙ্গীকার করেছে। তারা কর্মসংস্থান, ডিজিটাল প্রশাসন, সুশাসন, অসাম্প্রদায়িক সমাজ ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়ার লক্ষ্যে কাজ করতে চায়।