রূপালী পর্দার সব চিত্রনায়ককে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করেন আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন যার সিনেমা রিলিজ হয় সেই তখন প্রতিদ্বন্দ্বী হয়ে যায়।প্রতিদ্বন্দ্বী না থাকলে কাজ করে মজা নেই’।
দেশীয় সিনেমাগুলো গণ্ডি ছাড়িয়ে বিদেশেও হচ্ছে সমাদৃত।এ বিষয়ে খুশি প্রকাশ করে চিত্রনায়ক অনন্ত জলিল বলেন, এতদিন আমরা শুধু ভারতীয় সিনেমা সাপোর্ট করে গেছি,এখন দেশের মানুষ দেশের ছবিকে সাপোর্ট করছে,দেশীয় সিনেমা দেখছে,এটা শুনে সবারই আনন্দ হওয়ার কথা’