যুক্তরাষ্ট্রের এবার ডালাস মাতাতে যাচ্ছেন বাংলাদেশের রক মিউজিকের কিংবদন্তি জেমস ।আগামী ১৪ জুন বিশাল এই কনসার্টটি ‘চ্যাপ্টার টু: জেমস লাইভ ইন ডালাস’ প্ল্যানো ইভেন্ট সেন্টারে অনুষ্ঠিত হবে ।
আয়োজকদের মতে, আগে কোনো বাংলাদেশি ব্যান্ড এতো বড় ভেন্যুতে পারফর্ম করেনি, যা এটিকে গড়ে তুলছে এক ঐতিহাসিক আয়োজন হিসেবে । কনসার্ট ঘিরে ব্যাপক উচ্ছ্বাস কাজ করছে আমেরিকায় থাকা নগর বাউল ভক্তদের মাঝে ।
এই ভেন্যুতে টিকিটের মূল্য ৪৯ থেকে ১৫০ ডলারের মধ্যে নির্ধারণ করা হয়েছে এবং সুযোগ রয়েছে ticketfuse.com-এ অনলাইনে কেনার । বর্তমানে টিকিটের ওপর আর্লি বার্ড অফারে দেওয়া হচ্ছে বিশেষ ছাড় ।এ কনসার্ট নিয়ে জেমস নিজেও অনেক উচ্ছ্বসিত এবং তিনি আহ্বান জানিয়েছেন শ্রোতাদের উদ্দেশ্যে যেন সবাই ভেন্যুতে উপস্থিত থাকেন এই সংগীত উৎসবের সাক্ষী হতে ।