ময়না তদন্তের জন্য ৭ মাস পর কবর থেকে তোলা হয়েছে জুলাই অভ্যুত্থানে শহীদ অভিনেত্রী তানজিন তিশার সহকারী আলামিনের মরদেহ। দীর্ঘ ৫ বছর তিশার সাথে তাহাক আলামীনকে ভাইয়ের চোখে দেখতেন এই অভিনেত্রী ।
তাই এই ঘটনায় আক্ষেপ প্রকাশ করে ফেইসবুকে একটি পোস্টে তিশা লিখেছেন, “‘সাত মাস পর আলামিনের মরদেহ কবর থেকে ওঠানোর মতো নির্মম বিষয়টি আমি মোটেও সমর্থন করছি না। এই কর্মের মাধ্যমে কি লাভ হবে?’সবশেষে তিশা লিখেন, ‘শুধুমাত্র ওর আত্মাটা কষ্ট পাচ্ছে। পুরো বিষয়টা আমি জানার পর বিষয়টি আমার কাছে মেনে নেয়া অনেক কষ্টদায়ক।”