বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে দুর্নীতি,অযোগ্য শাসক, খুন, গুম থাকবে। বরং আমরা এমন দেশ চাই, যেখানে স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে সব ধর্মের মানুষ ,।”
১৪ ফেব্রুয়ারি শুক্রবার কুমিল্লার দেবিদ্বারে এক মাহফিলে তিনি বলেন, “আমরা এমন দেশ চাই না, যেখানে আলেমদের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হয় বা কোরআন-হাদিসের আলোচনা বন্ধ করে দেওয়া হয়। ইসলামকে রক্ষা করতে হলে ঘুষ-দুর্নীতি থেকে সবসময় দূরে থাকতে হবে।”
তিনি জনগণকে সতর্ক করে বলেন, যদি আপনাদের কর্মচারী থেকে একটা বিশেষ দিনের আগে দুই হাজার এক হাজার টাকায় বিক্রি হয়ে যান,তবে আপনাদের আমানতের খেয়ানত আপনারাই করবেন। আমরা পাঁচ বছর দশ বছর আমরা গালাগালি করতে পারব। কিন্তু আপনাদের হাতে যে একদিনের ক্ষমতা ছিল, ওই একদিনের ক্ষমতা আপনি যদি অপব্যবহার করে থাকেন তবে পাঁচ-দশ বছরের অপশাসনের জন্য আপনাকে দায়ভার নিতে হবে