ডিবি পুলিশ গতকাল চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মো. তাফাজ্জল হোসেন পাটোয়ারীকে আটক করেছেন। রোববার তাকে আটক করা হয় চাঁদপুর শহরের ট্রাক ঘাট এলাকায় তার নিজ বাসভবন থেকে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর ডিবি পুলিশের ওসি মো. মজিবুর রহমান । তিনি জানান,ডিবি কার্যালয়ে তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে, তবে গ্রেপ্তারের বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
আঃলীগ সরকারের আমলে বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তবে তার পরিবারের দাবি, তিনি এজাহারভুক্ত আসামি হননি সাম্প্রতিক কোনো রাজনৈতিক মামলায় ।
আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তাফাজ্জল হোসেন ছাত্রজীবন থেকেই যুক্ত এবং দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে ও পরপর দুবার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে ।