চিত্রনায়িকা ববি হক দেড় দশক ধরে ঢাকাই সিনেমায় কাজ করে যাচ্ছেন। দর্শকদের অসংখ্য সিনেমা দীর্ঘ এই ক্যারিয়ারে উপহার দিয়েছেন, যেগুলোর মধ্যে রয়েছে ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘বিজলী’ অন্যতম।
এখনও অব্যাহত রয়েছে সিনেমার কাজ । বেশ কয়েকটি কাজও হাতে রয়েছে ।এক অনুষ্ঠানে ববি নতুন কাজ নিয়ে নানা কথা বলেন । তিনি বলেন, কয়েকদিন আগে তিনি‘বেইমান’ সিনেমার শুটিং শুরু করেছেন । এরপর শুরু করবেন‘বউ’ সিনেমার শুটিং । ‘তছনছ’ সিনেমার কাজও খুব শিগগিরই শুরু করবেন।
ববি বলেন, ‘আরও একটি সিনেমার কথা চলছে দেশের বাইরে । বলা চলে, কাজের মধ্যেই আছি। অভিনয় নিয়েই থাকতে চাই।’
ববি অভিনয় ছাড়াও ব্যবসার দিকে মন দিয়েছেন। তিনি বলেন, ‘আমি সবসময়ই একজন শিল্পী। তবে শিল্পী সত্তার বাইরে আরও নানা কাজে যুক্ত হতে হয়। যদি কেউ ব্যবসা করে, তাতে সমস্যা কী? এতে একজন শিল্পীর অর্থনৈতিক নিরাপত্তা বাড়ে।তিনি বলেন, আমি নিজেও ব্যবসা করি, কিন্তু অভিনয়ই আমার মূল ফোকাস।’
ববি হক জীবনে খারাপ অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, ‘আমি খারাপ অভিজ্ঞতা বেশি মনে রাখি না।সবার সঙ্গে ভালো অভিজ্ঞতাগুলোই শেয়ার করি।এখনো এমন কিছু ঘটনা ঘটে, যেমন ঘরে বাবা-মা, ভাই-বোনদের সঙ্গেও খুনসুটি হয়, মাঝে মাঝে মনোমালিন্যও হয়ে যায়, যা দুঃখজনক। এমনটা কখনো হওয়া উচিত নয়।’