রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কারণে একজন নারী ও একজন পুরুষকে মারধর করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এই ঘটনা ঘটে বেলা ১১টার দিকে । উপস্থিত উত্তেজিত ছাত্র-জনতা প্রথমে পুরুষটিকে এবং পরে নারীটিকেও ঘিরে ধরে স্লোগান দিতে থাকে। পরবর্তীতে আহতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এর আগে,ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা জড়ো হয় বুধবার সন্ধ্যা থেকে এবং বাড়িটিতে আগুন দেয় রাত ১০টার দিকে । বাড়িটি রাত ১১টার পর ভাঙার চেষ্টা শুরু হয়, প্রথমে ক্রেন ও পরে ব্যবহার করা হয় এক্সকাভেটর । বৃহস্পতিবার সকালেও এই ভবনটি ভাঙা অব্যাহত থাকে।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বঘোষিত অনলাইন বক্তব্য এই বিক্ষোভের কারণ ছিল । তবে ঘটনার সময় কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে আশপাশে দেখা যায়নি।