মালয়েশিয়ায় ভিক্ষাবৃত্তির অভিযোগে দেশটির ইমিগ্রেশন বিভাগ একজন বাংলাদেশিসহ মোট ১৮ জনকে গ্রেফতার করেছে । ৫ ফেব্রুয়ারি(বুধবার ) জোহর বাহরু রাজ্যের অভিবাসন বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ইমিগ্রেশন বিভাগ জানায়, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজ্যের কাম্পুং মাজিদি এবং তামান আবাদ এলাকায় এই নিয়ে অভিযান চালানো হয়। এই অভিযানে বাংলাদেশিসহ মোট ১৮ জন ভিক্ষুককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন চীন, কম্বোডিয়া,থাইল্যান্ড, সিরিয়ার চারজন করে নাগরিক এবং বাংলাদেশ ও পাকিস্তানের দুইজন নাগরিক রয়েছেন। যাদের বয়স হবে ৪০ থেকে ৬৯ বছরের মধ্যে।
ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ রুসদি বলেন, ভিক্ষুকরা জনসাধারণের সহানুভূতি অর্জনের জন্য তাদের শরীরের বিকৃতি প্রদর্শন করে। প্রাথমিক তদন্তে দেখা গেছে ভিক্ষুকরা প্রতিদিন গড়ে ৬০০ রিঙ্গিত পর্যন্ত আয় করে । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে তাদের রাজ্যের সেতিয়া ট্রপিকার ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।