আদালত সাবেক নুরুজ্জামান (সমাজকল্যাণ মন্ত্রী) আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ।৩১ জানুয়ারি (শুক্রবার) সকাল বেলা রংপুর মেট্রোপলিটন আদালতে তাকে হাজির করা হয়। তারপর তার ১৫ দিনের রিমান্ডে আবেদন করে। পরে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নুরুজ্জামান আহমেদকে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রংপুরের সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলির একটি বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে ।
এর আগে তিনি দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর ।
গোপন এক খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারেন যে তিনি আছেন রংপুরে তার ছোট ভাইয়ের বাসায় । বাড়িটি রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় অবস্থিত। পরে পুলিশ ওই বাড়িটি ঘিরে রাখে। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী নিশ্চিত করেছেন ।
নুরুজ্জামান ছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্বে । তিনি লালমনিরহাট-২ এর কালীগঞ্জ-আদিতমারী আসনের একাধিকবার এমপি হয়েছিলেন।