আজ ৩ ফেব্রুয়ারি ২০২৫, ঢাকায় জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ মহানগর আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, সমাজ সংস্কারের সুযোগ পেলে জামায়াতে ইসলামী জাতিকে উপহার দেবে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ । তিনি দাবি করেন যে,সকল ধর্মের মানুষ তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে যদি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা হয় এবং সমানভাবে সহায়তা করবে রাষ্ট্র মসজিদসহ অন্যান্য উপাসনালয়ের উন্নয়নে ।
তিনি আরও বলেন, শৈত্যপ্রবাহ, ভূমিকম্প বা ঘূর্ণিঝড়,প্রাকৃতিক দুর্যোগ, এসবের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় সমাজের সকল স্তরের মানুষ , এবং জামায়াতে ইসলামী শুধুমাত্র মানুষের পাশে দাঁড়ায়। এই দল কোনও ধর্ম, জাতি বা সম্প্রদায় ভেদে কাজ করে না; এটি অনুসরণ করে ইসলামের আদর্শ ।
বুলবুল ইসলাম সম্পর্কে অপপ্রচার নাকচ করে বলেন, মক্কা বিজয়ের পর সেখানকার ভিন্ন ধর্মাবলম্বীদের কোন অধিকার ক্ষুণ্ন হয়নি বরং তাদের নিশ্চিত করা হয়েছিল জান-মালের নিরাপত্তা । তিনি জানান, দলীয় নিবন্ধন বাতিল, জামায়াতে ইসলামী সরকারের শীর্ষ নেতাদের ওপর হামলাসহ নানা বাধা সত্ত্বেও জনগণের কাছে থেকে বিচ্ছিন্ন হয়নি এবং ভবিষ্যতেও বিচ্ছিন্ন হবে না। এই দলটি সমাজ সংস্কার ও সেবা কর্মসূচি অব্যাহত রাখবে এবং প্রতিষ্ঠিত করবে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ ।