ভীষণ সাড়া পড়ে যায় ‘গোলাপ’ সিনেমার পোস্টার প্রকাশিত হলে । চিত্রনায়ক নিরব এই আলোচনায় আসেন ।উক্ত আলোচনা আরও ছরিয়েছে পরীমণি সিনেমাটিতে যুক্ত হওয়ায়।
আগেই জানা গিয়েছিল ‘গোলাপ’ চিত্রনায়ক নিরব এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে এবার যুক্ত হলেন চিত্রনায়িকা পরীমণি। প্রথমবারের মতো রূপালি পর্দায় এই দুই তারকা জুটি বাঁধছেন।
‘গোলাপ’ ছবির ফার্স্টলুক গত মাসে প্রকাশ পায়। যেখানে একদম অন্যরকম লুকে নিরবের দেখা মেলে ।
ছিবিতি পরিচালনা করবেন সামছুল হুদা। ফেব্রুয়ারিতেই এই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে পরীমণি বলেন, অনেক দিন ধরে কাজ করা হয়ে উঠছিল না এমন গল্পের ছবিতে। এতে আমার চরিত্রের নাম রূপা।এই গল্পে রূপা নাচবে, প্রেম করবে এমনকি ফাইটও করবে। গল্প শোনার সময় রূপা চরিত্রটি আমার পছন্দ হয়েছে। গল্প জুড়ে আছে নানা ধরনের টুইস্ট । পরিচালক সামছুল হুদা বলেন, সাসপেন্স থ্রিলার গল্পের ছবি হতে যাচ্ছে এটি। কোনো সিনেমার অনুকরণে নয়। মৌলিক গল্পের ছবি হবে ‘গোলাপ’।