এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ছাত্রনেতা ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম । আজ ৩১ জানুয়ারি( শুক্রবার ) তিনি বিয়ে করেছেন বলে জানা গেছে।
সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও স্থানীয় সরকার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং সজীব ভুঁইয়া এক ফেসবুক পোস্টে সারজিস আলমের বিয়ের কথা জানান। পাশাপাশি তারা সারজিস আলমকে অভিনন্দনও জানিয়েছেন ।
আসিফ মাহমুদ আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে সারজিস আলমের বিয়ের ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন , নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই।সুখের হোক বিবাহিত জীবন ।