আর কোনো বাধা নেই ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের সেই বিস্ফোরক মামলায় কারাগারে থাকা ১৭৮ জন বিডিআর জোয়ানের কারামুক্তিতে। মঙ্গলবার ১৭৮ জনের জামিনের তালিকা প্রকাশ করেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক । গত রোববার বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালত হত্যা মামলায় খালাস প্রাপ্তদের বিস্ফোরক মামলায় জামিন মঞ্জুর করেন। তারা কারামুক্ত হবেন তাদের জামিন সংক্রান্ত নথি কারাগারে পাঠানো হলে । তবে, হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আপিলে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত এই ১৫ জনের এখনো জামিন হয়নি।
পিলখানায় বিডিআর জোয়ানদের বিদ্রোহে ২০০৯ সালে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন সেনা প্রাণ হারান। বিদ্রোহের পর দুটি মামলা দায়ের করা হয়—একটি হত্যা মামলা এবং আরেকটি বিস্ফোরক মামলা। এই হত্যা মামলায় ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়। রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপন না করায় বিস্ফোরক মামলার বিচার বিলম্বিত হয় ।