শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে এখন পর্যন্ত মনে হচ্ছে ভারত তাকে ফেরত পাঠাতে চায় না। তবুও তাকে দেশে ফেরানোর চেষ্টা সরকার অব্যাহত রাখবে— বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
১৫ জানুয়ারি (বুধবার) বিকেল বেলা সচিবালয়ে পাহাড় কাটাএক প্রসঙ্গে একটি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি সংস্কার প্রসঙ্গে বলেন, এ নিয়ে আগামী ফেব্রুয়ারীর মাঝামাঝি সময়ে আলোচনা হবে। সব দলই গ্রহণ করেছে সংস্কারের ধারণা । যেকোনো রাজনৈতিক দল তাদের মতামত দিতে পারে। তিনি আরও মন্তব্য এ সময় সংস্কার, নির্বাচনের রোডম্যাপ ও বিচার সামান্তরালে চলছে।
জুলাই-আগষ্টের মধ্যে সংস্কার করে নির্বাচন সম্ভব কি না এমন প্রশ্নে পরিবেশ উপদেষ্টা বলেন, এক্ষেত্রে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য । সবকিছু হবে ঐক্যমতের ভিত্তিতেই ।