ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে সুনামগঞ্জ সীমান্তে নিহত হয়েছেন সাইদুল ইসলাম নামের একজন যুবক ।৮ জানুয়ারি (বুধবার ) সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে বিশম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপি সীমান্ত এলাকায় ।
নিহত সাইদুল ইসলাম ছিলেন উক্ত উপজেলার গামাইতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। নিহতের পরিবার দাবি করেন যে, সাইদুলের মৃত্যু হয়েছে বুধবার সন্ধ্যার দিকে মাঠ থেকে নিজের গরু নিয়ে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ছোঁড়া গুলিতে ।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির এ বিষয়ে বলেন,সাইদুল গুলিবিদ্ধ হয় বাংলাদেশি সুপারি নিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফের টহলদল গুলি ছোঁড়লে । প্রথমে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তখন তিনি গুরুতর আহত অবস্থায় ছিলেন । পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়ার পথে তিনি মারা যান।