ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অন্যান্য মেডিকেল কলেজের প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।
রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বিএসএমএমইউ হাসপাতালের প্রশাসনিক ভবন থেকে সড়কে অবস্থান নেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ২৫ হাজার টাকার ভাতা দিয়ে জীবন চালানো সম্ভব নয়। তারা তাদের ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানিয়েছেন।
হঠাৎ এই অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে এবং যাত্রীদের তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে।
সকালে ট্রেইনি চিকিৎসকরা বিএসএমএমইউর প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। দুপুর ১টার দিকে তারা শাহবাগে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন, যার ফলে পুরো এলাকাটি উত্তাল হয়ে ওঠে।
আন্দোলনকারীরা বলেন, সরকারি চিকিৎসকরা নবম গ্রেডে বেতন পেলেও বেসরকারি চিকিৎসকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।
বিএসএমএমইউ’র উপাচার্যসহ শিক্ষক ও কর্মকর্তারা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে দাবি পূরণের আশ্বাস দেন। তবে আন্দোলনকারীরা সড়ক ছাড়তে রাজি হননি।
এই আকস্মিক অবরোধের কারণে শাহবাগ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে, অসংখ্য মানুষ আটকা পড়েছেন, এবং শত শত যানবাহন থেমে রয়েছে।
উল্লেখ্য, ভাতা বৃদ্ধির দাবিতে প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা গত কয়েক বছর ধরে আন্দোলন করছেন। এরই ধারাবাহিকতায় বিগত সরকার ভাতা ২০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকায় উন্নীত করেছিল।