নোয়াখালী পৌর এলাকায় উপকূল এক্সপ্রেস নামক ট্রেন এর নিচে কাটা পড়ে দেলোয়ার হোসেন নামক যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয় |
৬ ডিসেম্বর শুক্রবার রাত দশটার দিকে নোয়াখালীর দত্তের হাট বাজার সংলগ্ন আহমদিয়া স্কুল এলাকার ট্রেন লাইনে এই দুর্ঘটনাটি ঘটে |
তিনি ছিলেন নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের জহিরুদ্দিনের ছেলে | তিনি নোয়াখালীতে কোন একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন|
স্থানীয়দের কাছ থেকে জানা যায় বিকেলে ঢাকা থেকে আগত নোয়াখালীর সোনাপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটির নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তিনি | ট্রেনটি রাত দশটায় নোয়াখালীর দত্তেরহাট সংলগ্ন আহমদীয়া স্কুল এলাকায় পৌঁছালে ঘটনাটি ঘটে | কিন্তু রাত দশটার সময় দেলোয়ার হোসেন ওই স্থানে কি করছিলেন তা এখন পর্যন্ত জানা যায়নি |