দেশের জনগণ ২০২৫ সালেই দেখতে যাচ্ছে বাংলাদেশের নতুন রাজনৈতিক সরকার বলে জানালেন পরিকল্পনা ও অর্থ উপদেষ্টা অধ্যাপক ডঃ ওয়াহিদউদ্দিন মাহমুদ |
৭ ডিসেম্বর রোজ শনিবার সকালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (BIDS) এর উদ্যেগে আয়োজিত (ABCD) সম্মেলনে অংশগ্রহণ করে তিনি এ কথাটি জানান | অর্থনৈতিক সংকট ও আয় বৈষম্য বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় | এ বিষয়টি উল্লেখ করে উপদেষ্টা বললেন ‘ বৈষম্য দূর করতে প্রথমত দরকার মানসম্মত শিক্ষা | এই মানসম্মত শিক্ষার থেকে অনেকটা দূরে রয়েছে বাংলাদেশ | বাংলাদেশ আর নিম্ন আয়ের দেশ বা স্বল্পোন্নত দেশ হিসেবে পৃথিবীর বুকে থাকবে না জানিয়ে উপদেষ্টা ওয়াহিদউদ্দিন বলেন ‘ উন্নত দেশগুলোর থেকে পাওয়া সকল ধরনের সুযোগ সুবিধা গুলো ধরে রাখার ব্যাপারে আলোচনা চলছে ‘ | এ সময় এই মধ্যম আয়ের হাত থেকে বাঁচার জন্য বেশি বেশি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি মনোযোগ প্রদান করার পরামর্শ প্রদান করেন বিশ্ব ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল | আর এর ফলে যেন আর উদ্যোক্তার তৈরি হয় এবং প্রযুক্তির ব্যবহার আরো বাড়ে সেদিকে বিশেষ নজর দেওয়ার তাগের দিয়েছে উক্ত সংস্থাটি |
এজন্য মানব সম্পদ আরো উন্নয়নের জন্য আর বিনিয়োগ করা দরকার বলে জানিয়েছেন বিশ্বব্যাংক | আরো জানান বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাণিজ্য সম্প্রসারণের কৌশল হওয়ার পাশাপাশি সকল ধরনের সেবা ও উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশকে উদ্বেগ নিতে হবে |
উক্ত সেমিনারটিতে আগামী সময় নিরবিচ্ছিন্ন জালে সরবরাহ করার সঠিক পরিকল্পনা সাজানোর পরামর্শ দেন বিশ্ব ব্যাংক |