আন্তর্জাতিক ডেস্ক:
লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর (ইউএনআইএফআইএল) অবস্থানে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে তাদের দুই কর্মী আহত হয়েছে বলে দাবি করেছে শান্তিরক্ষীরা। খবর আল জাজিরা।
ইউএনআইএফআইএল বৃহস্পতিবার (১০ অক্টোবর) বলেছে যে সীমান্ত এলাকা শহর নাকোরায় অবস্থিত গ্রুপের সদর দপ্তরের একটি গার্ড টাওয়ারে ইসরায়েলি ট্যাংক থেকে গুলি করা হয়। এতে দুই শান্তিরক্ষী আহত হন।
হামলার পর টাওয়ারে থাকা দুই শান্তিরক্ষী নিচে পড়ে যায়। এক বিবৃতিতে অন্তর্বর্তী বাহিনী বলেছে, “আহতরা সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন। তাদের আঘাত গুরুতর না হলেও দুজনই হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে শান্তিরক্ষী বাহিনী জানিয়েছে, জাতিসংঘের সেনারা অবস্থান করা বাঙ্কারের প্রবেশদ্বার পর্যন্ত একটি ইসরায়েলি সামরিক ড্রোন উড়তে দেখেছেন। ইউএনআইএফআইএল বলছে, ইসরায়েলি সামরিক বাহিনী রাস নকোরার সীমান্ত এলাকায় 1-32A নামক জাতিসংঘের দ্বিতীয় অবস্থানে “ইচ্ছাকৃতভাবে গুলি চালিয়েছে।”