প্রতিনিধি:
সাভারের আশুলিয়া তৈরি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ, হামলা, ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির সঙ্গে জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আশুলিয়া থেকে আটককৃতরা হলেন- নেত্রকোনা জেলার মো. ইসমাইল (২৪), আলম (২৪), টাঙ্গাইল জেলার ফরহাদ মিয়া (২৪), দিনাজপুর জেলার মনির হোসেন (২১), ময়মনসিংহ জেলার মোস্তাফিজুর রহমান জুলহাস (১৭), আশুলিয়ার গোরাট এলাকার মো. শাকিল (২৩), ঘোষবাগ এলাকার আসমা আক্তার (২৮), নিশ্চিন্তপুর এলাকার শিমু আক্তার, কুলসুম বেগম, আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মোখলেছুর রহমান(৫০)। সাভার থেকে আটক হওয়াদের নাম জানা যায়নি।
আশুলিয়া থেকে আবু হানিফ নামে একজনকে আটক করা হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতা না পাওয়ায় শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার ওসি মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার বিকালে ও রাতের বিভিন্ন সময়ে আশুলিয়া শিল্পাঞ্চল এবং সাভারের বিভিন্ন এলাকা থেকে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।
ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির পাশাপাশি পোশাক কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে, ১১ জনকে আশুলিয়া থেকে এবং ৩ জনকে সাভার থেকে আটক করা হয়।