বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে চলা সংঘাত, ইন্টারনেট না থাকা ও কারফিউর কারণে অচল ছিল অথনৈতিক খাতের বড় অংশ।
এরই মধ্যে গত দুই দিনে হঠাৎ করেই বেড়ে গেছে ডলারের দাম। প্রায় দুই সপ্তাহের ব্যবধানে খোলা বাজারে ডলারের দাম বেড়ে এখন ১২৪–১২৫ টাকায় পৌঁছেছে।
দুই সপ্তাহ আগেও ডলারের দাম ছিল ১১৮ – ১১৯ টাকা। এরপর দাম বাড়তে শুরু এবং এ সপ্তাহের শুরুতে ১২১ – ১২২ টাকা দিয়ে প্রতি ডলার কিনতে হয়েছে ক্রেতাদের।
ব্যবসায়ীরা বলছেন, প্রবাসী রেমিট্যান্স পাঠানো কমে যাওয়া এবং বিদেশ থেকে মানুষ আসা কমে যাওয়ায় সরবরাহ কমে গেছে ডলারের। ফলে ডলার সংকট তৈরি হয়েছে।