জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ঢাকা-৮ আসনের শাহবাগ ও রমনা এলাকাগুলোকে আজাদির এলাকা ঘোষণা করলাম। আমরা ওসমান হাদির আজাদীর লড়াই জারি রাখব।
সোমবার (৫ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বরে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে আজাদী পদযাত্রার প্রাক্কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সাম্য ও হাদিসহ সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা মাঠে নামছি। গোলামীর রাজনীতি নয়, এগারো দলীয় জোট আজাদির হয়ে কাজ করবে।
তিনি আরও বলেন, প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। সরকারি কর্মকর্তারা শেখ হাসিনার আমলের মতো আবারও অফিস বাদ দিয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে গিয়েছিলেন। বর্তমান বাংলাদেশে এসব আর চলবে না। কেউ গোলামীর দিকে হেলে পড়ুক, আমরা তা চাই না।
এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, আজও ওসমান হাদির খুনিদের চিহ্নিত করতে পারেনি সরকার। ওসমান হাদির আজাদীর লড়াই আজ থেকে আমরা শুরু করলাম।
হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমার নির্বাচনি এলাকায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি সহ্য করা হবে না। এ বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।
এই এনসিপি নেতা বলেন, আমাদের প্রচারণায় শুধু আজাদির প্রচারণা হবে। এখানে শাপলা কলির কোনো বিষয় সামনে আসবে না।
নির্বাচন কমিশনকে জনগণের প্রতি জবাহদিহিমূলক আচরণ প্রদর্শনের অনুরোধ জানিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, বেগম খালেদা জিয়া সবার। অথচ কেউ কেউ তাকে ব্যবহার করে নির্বাচনি ফায়দা লোটার চেষ্টা করছেন। এটা বেগম জিয়ার জন্য অসম্মানজনক। এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে।

