রাজনৈতিক কারণে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর ঘটনার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি খেলোয়াড়দের ভারতে খেলতে যাওয়াও ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
শনিবার (৩ জানুয়ারি) গণমাধ্যমকে এই কথা বলেন তিনি।
আমিনুল বলেন, মোস্তাফিজের বিষয়টি দুঃখজনক। বিসিবির উচিত বিসিসিআই এর সঙ্গে আলোচনা করা। মোস্তাফিজের বিষয়ের পরে সামনের বিশ্বকাপ ভারতে খেলতে গেলে আমাদের ক্রিকেটারদের ঝুঁকি থাকবে।
২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার পটপরিবর্তনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক খারাপ হতে থাকে । দুই দেশের উগ্রবাদীরা আরও জটিল করে তুলছে এই সম্পর্ক। যার প্রভাব এবার ক্রিকেট মাঠেও পড়েছে।
গত ডিসেম্বরে আইপিএলের নিলামে দল পাওয়ার পর থেকেই মোস্তাফিজকে বাদ দিতে ভারতের কয়েকটি উগ্রবাদী গোষ্ঠী উঠেপড়ে লেগেছে। টাইগার পেসারকে দলে ভেড়ানোয় নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে তো কলকাতা হুমকি দিচ্ছিলই, পাশাপাশি তারা স্টেডিয়ামেও ভাঙচুর চালানোর হুমকি দিয়ে যাচ্ছিল
এতদিন এ বিষয়ে বিসিসিআই স্পষ্ট কোনো বার্তা না দিলেও আজ মোস্তাফিজকে বাদ দিতে কলকাতার ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দিয়েছে।
বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেন, সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ পর্বে বাংলাদেশ চার ম্যাচের সবকটি ভারতেই খেলবে।

