সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সমাপ্ত হয়েছে। এই মুহূর্তে তার মরদেহ নেয়া হচ্ছে জিয়া উদ্যানে। লাশবাহী এম্বুলেন্সে করে নেওয়া হবে খালেদা জিয়াকে। এবং বিএনপির বুলেটপ্রুফ বাসে যাবেন খালেদা জিয়ার আত্মীয় স্বজনরা।
এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউ এবং আশপাশের সড়কজুড়ে মানুষের ঢল। এই স্রোত পৌঁছে গেছে ফার্মগেটেও।
স্বামী জিয়াউর রহমানের পাশে তাকে সমাহিত করা হবে। তার মৃত্যুতে আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার এবং তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
এর আগে, কঠোর নিরাপত্তায় সকাল ১১টা ৪৮ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছে বেগম খালেদা জিয়ার মরদেহ। রাষ্ট্রীয় প্রোটকলে লাল-সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে করে তার মরদেহ আনা হয়।
বেলা ১১টার দিকে ছেলে গুলশানে তারেক রহমানের বাসা থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি যাত্রা শুরু করে। তার আগে সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নেয়া হয় খালেদা জিয়ার মরদেহ।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার ভোর ৬টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে প্রয়াণ ঘটে খালেদা জিয়ার। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন।

