লালমনিরহাট-৩ ও রংপুর-৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচিত সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টি একমাত্র দল, যারা বাংলাদেশের এই ইতিহাসে এই জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে সমর্থন করেছেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিষয়ে এনারা (অন্তর্বর্তী সরকার) এত ফোবিয়াতে ভুগছেন, এটা অনেক সময় আমরা ওই যে কুকুরের জলাতঙ্ক হাইড্রোফোবিয়া আছে, আমার মনে হচ্ছে যে বর্তমান সরকার এবং ইলেকশন কমিশন এই ধরনের একটা আওয়ামী ফোবিয়াতে ভুগছেন।
আজ ২৯ ডিসেম্বর রোজ সোমবার এক প্রেস ব্রিফিং-এ এসব কথা বলেন জিএম কাদের।
তিনি আরও বলেন, “আগামী নির্বাচন খারাপ হতে পারে বলে আশঙ্কা জানিয়ে তিনি বলেন, আগের যে নির্বাচনগুলো হয়েছে তার চেয়ে বেশি খারাপ হবে নাকি তার সমকক্ষ হবে এটিই আমাদের এখন সামনের দিকে দেখার বিষয়। আমরা এখনো লেভেল প্লেইং ফিল্ড যেটাকে বলা হয় সবাইকে সমান সুযোগ দেওয়া। এটা পাচ্ছে না জাতীয় পার্টি । জাতীয় পার্টি এটা একেবারে নিশ্চিতভাবে পাচ্ছে না।”
তিনি আক্ষেপ করে বলেন,
“আমাদের তিনজন সংসদ সদস্য প্রার্থী জেলখানা থেকে প্রতিদ্বন্দীতা করছে। তাদেরকে দীর্ঘ সময় আগে এই জুলাই হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলায় জড়িত করা হয়েছে এবং সবগুলো মামলাই মিথ্যা।”
তিনি জানান,
“ওই সময়ে জাতীয় পার্টি একমাত্র দল, আমার মনে হয় বাংলাদেশের এই ইতিহাসে যারা এই জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে সমর্থন করেছেন ও এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।”

