আপনারা বুক ফুলিয়ে যখন আমাকে সাহস দেবেন, আমিও তখন সাহসী হব-এ কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ডিসি-এসপিদের দেখে বুকের জোর বেড়েছে।সমন্বয়হীনতার কোনো সুযোগ নেই। সমন্বয়হীনতা টের পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ইসি ভেঙ্গে যাবে কিন্তু মচকাবে না।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে দুপুরেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ডিসি-এসপিদের সাথে মতবিনিময়ে করেন সিইসি। সেখানে এ কথা বলেন তিনি।
নাসির উদ্দিন মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহস জুগিয়ে বলেন, “যখন আপনারা বুক ফুলিয়ে আমাকে সাহস দেবেন, তখন আমিও সাহসী হব। আপনাদের অঙ্গীকার আমাকে অনেক সাহসী করে তোলে। যখনই আপনারা আইনের প্রতিষ্ঠার জন্য সাহসী পদক্ষেপ নেবেন, বিধি-বিধানের আলোকে কাজ করবেন–ইনশাআল্লাহ আপনাদের পাশে নির্বাচন কমিশন সবসময় থাকবে। আপনাদের দেখে বুকের জোর বেড়েছে।
তিনি আরও বলেন,
আমাকে খুশি করার দরকার নেই। আপনারা আপনাদের অধীনস্থদের আইনের মাধ্যমে পরিচালনা করবেন। সিস্টেম যাতে ঠিকমতো ডেলিভারি দিতে পারে, সেই ব্যবস্থা আপনাদেরই করতে হবে। কোনো ধরনের বিচ্যুতি যেন না ঘটে, সেদিকে কঠোর নজর রাখতে হবে।
সিইসি আরও বলেন, দেশের যুগসন্ধিকালে একটি অবাধ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করার মত গুরুদায়িত্ব পালনে কোথাও কোনো ব্যর্থতার অবকাশ নেই।
নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের স্বাধীনতায় বাধা হবে না ইসি। একই ধরনের কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামও।
মোহাম্মদ সানাউল্লাহ সন্ত্রাসীদেরকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে বলেন, আর রক্তপাত চায় না দেখতে চায় না নির্বাচন কমিশন , আর মব দেখতে চায় না।
তফসিল ঘোষণার পর থেকে মাঠপর্যায়ে অসাধারণ কাজ হচ্ছে, আচরণবিধি প্রতিপালনে বিগত সময়ের চেয়ে বেশি মানছে এ কথা জানিয়ে তিনি বলেন, প্রশাসনের ফ্রিডম অব অ্যাকশনে বাধা হবে না ইসি।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারও নির্ভয় দিলেন মাঠ প্রশাসনকে। বলেন,
ভয়ের কোনো কারণ নেই। কমিশন আশাবাদী ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে।
এর আগে সকালে আইনের শাসন নিশ্চিত করতে ডিসি-এসপিদের কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বলেন, যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ, সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না। আর তাই দায়িত্বে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি।
সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে আয়োজিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভায় আয়োজন করা হয়।

