বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আজ ৬ ডিসেম্বর ২০২৫ যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার আয়োজনে এবং সদর উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় শনিবার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং কচুয়া ইউনিয়নের মুনসেফপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

