আসছে ১২ ডিসেম্বর সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘খিলাড়ি’। জারা জামান ও শাহেন শাহ অভিনীত এই সিনেমাটি প্রযোজনা করেছেন জারা জামান নিজেই। পরিচালনায় রয়েছেন মোঃ শফিউল্লাহ।
মুক্তিকে কেন্দ্র করে ৫ ডিসেম্বর রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়—দেশব্যাপী হল বুকিং ইতোমধ্যে শুরু হয়েছে এবং প্রদর্শনের সকল প্রস্তুতি সম্পন্ন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক শফিউল্লাহ, নায়ক শাহেন শাহ ও নায়িকা–প্রযোজক জারা জামান।
‘খিলাড়ি’র শুটিং হয়েছে বাগেরহাট, খুলনা, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারের চমৎকার লোকেশনে। পরিচালক জানান, গল্পের গতি ও চরিত্রের আবহ বজায় রাখতে প্রতিটি লোকেশনই বেছে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা অনুযায়ী।
পরিচালক শফিউল্লাহ বলেন, ‘‘খিলাড়ি’ মূলত একটি বাণিজ্যিক বিনোদনধর্মী ছবি। অ্যাকশন, আবেগ ও চমক—সবকিছুই রাখার চেষ্টা করেছি। দর্শক এবার নতুন ধরনের ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাবেন।
জারা জামান ছবিটি নিয়ে দারুণ উৎসাহী। তার ভাষায়,
‘‘খিলাড়ি আমার জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। গ্ল্যামার ও অ্যাকশন দুই রূপেই দর্শক আমাকে দেখবেন। চরিত্রটি আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। সর্বোচ্চ দিয়ে কাজ করেছি, এখন অপেক্ষা দর্শকদের প্রতিক্রিয়ার।

চিত্রনায়ক শাহেন শাহ বলেন, এ ছবির চরিত্র আমার ক্যারিয়ারে বিশেষ জায়গা দেবে। একজন সাধারণ মানুষের লড়াই, দায়িত্ববোধ আর আবেগ সবই আছে এতে। অ্যাকশন ও ইমোশন একসঙ্গে উপভোগ করবেন দর্শক।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নানা শাহ, উজ্জ্বল, ইভা রহমান, শামসুল হাদি, আকাশ, আলি, আনোয়ার হোসেন, তানভীর শেখসহ অনেকেই। গান গেয়েছেন বেলি আফরোজ, মম রহমান ও শারমিন আক্তার। সংগীত পরিচালনা করেছেন তানিয়া অহিদ।
‘খিলাড়ি’ ছাড়াও জারা জামানের আরও তিনটি সিনেমা—‘ফেরারি’, ‘কি করে ভুলি তোকে’ মুক্তির অপেক্ষায় রয়েছে। খুব শিগগিরই সেগুলোও দর্শকদের সামনে আসবে বলে জানান তিনি।

