ময়মনসিংহের তারাকান্দায় অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়েছে ১৫টি দোকান ।আজ ভোররাতে তারাকান্দা সদরে মধ্য বাজারে এই ঘটনাটি ঘটে। প্রতক্ষ্যদর্শীরা জানায় একটি দোকান থেকে হঠাৎ এই আগুনের সুত্রপাত ঘটে এরপর পাশ্ববর্তী দোকানেও আগুন ছড়িয়ে পরে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কিন্তু এর আগেই আগুনে পুড়ে ভষ্মীভূত হয়ে যায় ১৫টি দোকান ঘর।


ভষ্মীভূত দোকানঘর গুলো ছিল কাপড়, জুতা, ষ্টেশনারী, জুয়েলারি ও মুদি দোকান।প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারনে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে। স্হানীয়দের ধারণা এতে ক্ষয়ক্ষতির পরিমাণ পরিমাণ প্রায় ২ কোটি টাকা হতে পারে তবে এতে এখন পর্যন্ত কেউ হতাহতের খবর শোনা শুনা যায়নি।

