জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ ৪ নভেম্বর রোজ মঙ্গলবার সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা পৃথক ৩টি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য ।
এতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টিকে ‘শাপলা কলি’, বাংলাদেশ আম জনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে ‘কাঁচি’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
অপরদিকে প্রতীক পাওয়া এসব রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে যদি কারও কোনো আপত্তি থাকে তাহলে প্রয়োজনীয় দলিলাদিসহ কারণ উল্লেখপূর্বক ১২ নভেম্বরের মধ্যে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে লিখিতভাবে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে ইসি।
এর আগে এনসিপি ‘শাপলা কলি’ প্রতীকে নিবন্ধন পেয়েছে বলে জানান দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।
সামান্তা শারমিন ফেসবুক পোস্টে লিখেছেন, এনসিপি নিবন্ধন পেয়েছে “শাপলা কলি“ প্রতীকে। যারা এনসিপির নিবন্ধন কাজে দিন-রাত এক করে কষ্ট করেছেন, তাদের অভিনন্দন জানিয়েছেন শারমিন।
এদিকে ভেরিফায়েড ফেসবুকে একই তথ্য জানিয়েছেন দলটির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ।
ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, আলহামদুলিল্লাহ, সব শর্ত পূরণ করে এনসিপি এখন নিবন্ধিত রাজনৈতিক দল।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাচ্ছে তিনটি নতুন রাজনৈতিক দল।
নিবন্ধন পেতে যাওয়া দলগুলো হলো— জাতীয় নাগরিক পার্টি, আমজনগণ পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

