রিয়া মনিকে তালাক দিয়ে এবার দুধ দিয়ে গোসল করার ঘোষণা দিয়েছেন আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শুক্রবার (১৭ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে হিরো আলম লেখেন— আগামীকাল রিয়া মনিকে তালাক দিয়ে এবার দুধ দিয়ে গোসল করব। আজ তিনি সেই কাজটিই করেছেন।
এর আগে, গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষৎকারে হিরো আলম বলেছেন, আগে দুইটা বিয়ে করেছি। তারা সবাই আমাকে বিক্রি করে স্টার হতে এসেছিল।
মিথ্যা কথা বলেছে মিডিয়ার সামনে । তারা মুখে বলেছে আমার সন্তানের মা হবে, কিন্তু তাদের অন্তরে ছিল স্টার হওয়ার নেশা। এ কারণে সংসারটা করা হলো না।
হিরো আলম এখন কী করবেন? জানতে চাইলে তিনি বলেন, আমি নতুন কাজে ব্যস্ত হয়ে পরবো।
এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, নতুন কাজ তো করতে পারছি না। আমার জীবনে একটা না একটা সমস্যা তৈরি হচ্ছে । তবে আমি শেষ করেছি নতুন সিনেমার গানের কাজ । সিনেমাটি সামনে মুক্তি পাবে।
এগুলোর কাজ দেখছি। নতুন কয়েকটা সিনেমার কথা চলছে।
এদিকে বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন রিয়া মনি। কাঁদতে কাঁদতে তিনি জানান, তার সঙ্গে সংসার করা অবস্থায় হিরো আলম মিথিলা নামের একজনের সঙ্গে পরকীয়ায় জড়ান। সেই নারী আলমকে ধর্ষণ মামলাও দিয়েছে।
এসব নিয়ে দ্বন্দ্বের জের ধরে হিরো আলমকে ত্যাগ করার সিদ্ধান্ত নেন রিয়া মনি। এমনকি তাকে তালাকনামাও পাঠিয়েছিলেন তিনি। তালাকের কাগজ হাতে পেয়ে আত্মহত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন আলম। বাধ্য হয়ে হিরো আলমের সংসারেই থেকে যান রিয়া মনি। কিন্তু হিরো আলম তার মন্দ চরিত্র বদলাননি বলে দাবি করেন রিয়া মনি।