দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া যিনি সবার কাছে রিপন ভিডিও নামেই পরিচিত 2016 সাল থেকে ছোট ছোট ভিডিও তৈরির কাজ শুরু করলেও সম্প্রতি তার জনপ্রিয়তা তুঙ্গে। তবে এই জনপ্রিয়তার ভিড়ে ভুলতে বসেছেন নিজের অস্তিত্ব। অস্বীকার করছেন নিজের বাবা-মা ও স্ত্রী কেও।
মঙ্গলবার থেকেই রিপন মিয়াকে নিয়ে উঠে এসেছে বেশ চাঞ্চল্যকর তথ্য। রিপনের মা অভিযোগ করেন, রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরীব বাবা-মায়ের পরিচয় দিতেও লজ্জা পান রিপন মিয়া। আলাদা পাকা বাড়ি নির্মাণ করে আগের সেই পুরনো ভাঙ্গা বাড়ি ছেড়ে স্ত্রী সন্তান নিয়ে থাকেন তিনি। মাবা মা কে দেন না ভরণপোষণ।
রিপনের মা আক্ষেপ করে বলেন, “অনেক কষ্ট লাগে মনে। খুব কষ্ট করে মানুষ করছি এখন পরিচয় দিতে চায় না আমাদের। গরিব পরিচয় দিলে যদি মান সম্মান না থাকে! তিনি আরও বলেন, “বাচ্চা এক ছেলে ও এক মেয়ে আছে। আল্লাহ যেই রাখছে সুখি তখন তার কাছে যাওয়ার দরকার কি, সে বড় হইছে আরো বড় দোয়া করি আমরা।
এ সময় ঘরে রিপন মিয়ার মা জানান, পারিবারিকভাবেই বিয়ে হয়েছে তার ছেলের। আছে এক ছেলে ও এক মেয়ে। তবে স্ত্রী সন্তানের কথাও অস্বীকার করেছেন রিপন মিয়া। তিনি তার নিজের স্ত্রীকেই বড় ভাইয়ের স্ত্রী বলে দাবি করেন।
রিপন মিয়া বলেন, বউ বাচ্চা আমার নেই। আমি বিয়ে করিনি।
ঘরে আমি যার সাথে কথা বলে আসলাম সে কে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিপন বলেন,
“এটা ভাবি লাগে না। বিয়ে করি নাইরে ভাই। সহজ কথা আপনি বুঝেন না কেন?”
আপনার স্ত্রী দাবি করে দুটা সন্তানের বাবা আপনি এমন বলেছেন তাহলে এটা মিথ্যা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিপন বলেন,
“অনেকেই তো অনেক মিথ্যা কথা বলে । সব মানুষের মুখের কথা কি ধরে রাখা যায়? এটাই বাস্তব।”
এদিকে রিপনের বাবা জানান, প্রথমে তার সহযোগিতায় ভিডিও বানাতো রিপন মিয়া । পরে তাকে বাদ দিয়ে অন্য কারো সঙ্গে ভিডিও বানানোর আক্ষেপে এখন ছেলের ভিডিও দেখেন না তিনি । তার দাবি ছেলে ভরণপোষণ দেয় না তবে খোঁজ খবর নেয়।
গত সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে ভিন্ন অভিযোগ করেন রিপন মিয়া। সাংবাদিকরা অনুমতি ছাড়াতার ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভিডিও করেছেন বলে অভিযোগ করেন তিনি। ফেসবুকে দেওয়া রিপনের ওই পোস্ট টি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এরপর রিপন মিয়ার পক্ষ নিয়ে প্রতিবাদ জানান বিশিষ্টজনরা। সত্য ঘটনা সামনে আসার পর অবাক হয়েছেন অনেকেই।
Tasin/ Digital Khobor