নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
আজ ১৪ অক্টোবর রোজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক বিকাশ চন্দ্র দাস ও ঢাকা বিভাগীয় সহকারী পরিচালক জনাব মোহাম্মদ হাসানুজ্জামান।
অভিযান পরিচালনা করার সময় শান্তিনগর এলাকার বিভিন্ন দোকানে তদারকি করা হয়েছে। এ সময় দুইটি দোকানে ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন,
“শান্তিনগরে একটি বেকারি ও একটি ফার্মেসিতে বিদেশী ঔষধ মেয়াদ উত্তীর্ণ ও বিভিন্ন পণ্যের মোড়কে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা ও বিভিন্ন ভোক্তা স্বার্থ বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বাকি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। তিনি আরো জানান আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”