গতকাল ৪ অক্টোবর শনিবার রাত আড়াইটার দিকে এলেঙ্গা-যমুনা হাইওয়েতে আবারও সংঘটিত হয়েছে ডাকাতির ঘটনা। ওই সময় হাইওয়েতে একটি প্রাইভেট কার থামিয়ে যাত্রীদের ওপর হামলা চালিয়ে তাদের মূল্যবান মালামাল লুটপাট করে নেয় দুর্বৃত্তরা। এই ঘটনার সময় সেই গাড়ির যাত্রীরা আশপাশে থাকা অন্য গাড়ি থেকে সাহায্য চাইলে কেউই তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসেনি।
পরবর্তীতে এই বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, এটি হচ্ছে ডাকা’তদের প্রচলিত কৌশলঃ প্রথমে দুর্ঘটনা বা বিপদের ভান করে সাহায্য চাওয়া হয়, আর কেউ থামলেই তাকে আক্রমণ করে তাদের থেকে সর্বস্ব ছিনিয়ে নেওয়া হয়। এ কারণে এলেঙ্গা-যমুনা হাইওয়ের প্রায় ৫-৬ কিলোমিটার দীর্ঘ একটি অংশে বহুদিন ধরেই কোনো গাড়ি বিপদগ্রস্ত দেখলেও থামতে সাহস করে না অন্য যে কেউ ।
এই সড়কে নিয়মিত চলাচলকারীরা বলছেন, “প্রায় প্রতিদিনই এই সড়কে ডাকাতির ঘটনা ঘটে থাকে। তবুও সেখানে পর্যাপ্ত টহল পুলিশের উপস্থিতি নেই। ফলে যাত্রীদের নিরাপত্তাহীনতা চরম আকার ধারণ করেছে।”
ভুক্তভোগী ও সাধারণ মানুষের দাবি, দ্রুত এই মহাসড়কে পুলিশের টহল জোরদার না করলে যাত্রীদের জীবন ও সম্পদ ঝুঁকির মুখে থাকবে।
Tasin/Digital Khobor