আজ জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিলেন।এছারাও আন্দোলনকারীদের কর্মসূচি তুলে ধরেনি গণমাধ্যম বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।
আজ ১৮ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চে শুরু হয় এ সাক্ষ্যগ্রহণ । এই মামলার সর্বশেষ সাক্ষী ট্রাইব্যুনালে তিনি উপস্থিত হন। গতকালও ট্রাইব্যুনালে প্রায় দেড় ঘণ্টা জবানবন্দি দেন এনসিপির এ নেতা।
এই বিষয়ে নাহিদ ইসলাম বলেন,
“জুলাইয়ে আন্দোলনকারী নেতাদের গ্রেফতারের পর তাদের আন্দোলন প্রত্যাহারে শেখ হাসিনা প্রশাসন চাপ দিয়েছিল । ১৬ জুলাই থেকেই হত্যাযজ্ঞের প্রকৃত তথ্য প্রকাশ এবং আন্দোলনকারীদের কর্মসূচি তুলে ধরা থেকে বিরত ছিল গণমাধ্যম।”
বক্তব্ব্যের সময়, শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জুলাই গণহত্যার জন্য দায়ী বলেও সাক্ষ্য দেন নাহিদ ইসলাম। একইসাথে নাহিদ ইসলাম তাদের দৃষ্টান্তমূলক সাজার জন্যও দাবি করেন তিনি।
এর আগে, গতকালের জবানবন্দিতে নাহিদ ইসলাম জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী-ছাত্রলীগের দমনপীড়নের বর্ণনা দেন।
অপরদিকে, রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুই জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে ট্রাইব্যুনাল আজ আদেশ জারি করবেন।