গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আজ বিকেল ৪.৩০ টায় ঢাকা মেডিকেল থেকে রিলিজ নিয়েছেন। ডাক্তারদের ভাষ্যমতে যেভাবে তিনি মাথা ও মুখ-মন্ডলে আঘাতপ্রাপ্ত হয়েছেন তাতে পুরোপুরি সুস্থ হতে কয়েক মাস সময় লাগবে।
বর্তমানে তার ‘ন্যাজাল বোন’ ফ্রাক্চার হয়ে ডিসপ্লেস অবস্থায় আছে। যা অপারেশনের মাধ্যমে পজিশনে আনতে হবে। এ বিষয়ে কোন কোন চিকিৎসক এখন ও কোন কোন চিকিৎসক ২/৩ সপ্তাহ পরে অপারেশনে মত দিয়েছেন।
একই সাথে তার ডান পাশের ‘ম্যাক্সিলা ‘ ফ্রাক্চার ও নার্ভ ‘কমপ্রেসড’ হয়ে থাকায় ডান চোখের নিচ থেকে নাকের ডান পাশ ও ঠোট পর্যন্ত আংশিক অবশ রয়েছে। যেখানেও অপারেশন করে ‘ নার্ভ ‘ ঠিক করা দরকার।
তাছাড়া ব্লান্ট ট্রমায় লিভারসহ আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে।
এমতাবস্থায় আপাতত ডিএমসি থেকে ছুটি নিয়েছেন। রাতে তার ব্যক্তিগত চিকিৎসকদের সাথে পরামর্শ করে সকালে অন্য কোন হসপিটালে ভর্তি হবেন।
সামগ্রিক সুস্থতায় গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর দেশবাসীর দোয়া চেয়েছেন।