ডাকসু নির্বাচন বিষয়ে মন্তব্য করে গতকাল কন্টেন্ট ক্রিয়েটর পিনাকী ভট্টাচার্য ছাত্রদলকে উদ্দেশ্য করে র ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন,
“গতকাল ডাকসুতে গো হারা হেরে বিএনপি পাগল হয়ে গেসে। সামনে চাকসু (চবি) ও রাকসু ( রাবি)-তে ছাত্রদল নাকি প্রার্থীই খুঁজে পাচ্ছে না। এই দল আবার অন্যরা ৩০০ আসনে প্রার্থী দিতে পারবে কিনা সেটি নিয়ে ট্রল করে।”
পিনাকি ভট্টাচার্য আরও বলেন,
“ছাত্রদল নির্বাচনে এই ভোটের হারের ভার সইতে না পেরে আগামীকালের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আগেই শয়তানি শুরু করে দিয়েছে।”
তিনি আরও লিখেন,
“জাকসু নিয়ে একটা কথা বলি কাল ঝামেলা করলে শিবির, বাগছাস ও জাবির সমন্বয়কেরা কিন্তু ম্যা ম্যা করে অভিযোগ দিবে না। ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের নিয়ে দাঁতভাঙা জবাব দিয়ে দেবে।”
“ছাত্র সংসদে লাইলাতুল ইলেকশন কিংবা ডাকাতির নির্বাচন দিয়ে আপনারা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আশা কইরেন না। পরে আম-ছালা দুইটাই যাবে।”
Tasin/Digital Khobor