বিএনপির স্থায়ী কমিটির সদস্য শামসুজ্জামান দুদু মন্তব্য করেছেন, “দেশে একটি ভালো নির্বাচন হোক তা আওয়ামী লীগ চায় না। ফলে দলটি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে ।”
আজ ৪ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন ।
আলোচনায় শামসুজ্জামান দুদু বলেন, “তারেক রহমান যেন দেশে পরিচালনায় না আসতে পারে, সেজন্য নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে। অন্তবর্তী সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি। ভোট সুষ্ঠু না হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না।”
শামসুজ্জামান দুদু আরও বলেন, “যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত দ্রুত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে।”
আলোচনার শেষ পর্যায়ে শামসুজ্জামান দুদু নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করতে সরকারের প্রতি আহ্বানও জানান ।
Tasin/Digital Khobor