হত্যা মামলার আসামী হিসেবে পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন এক সময়ের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফরিদি। আটকের পর থেকেই এই ইউটিউবারকে ঘিরে চলছে নানা আলোচনা। প্রকাশে আসছে কন্টেন্ট ক্রিয়েটরদের ডন খ্যাত এই মিডিয়া মাফিয়ার বিরুদ্ধে চাঞ্চল্যকর সব অভিযোগ। একই সঙ্গে তৌহিদ আফরিদকে রিমান্ডে নেওয়ার পর থেকে এবার বেরিয়ে আসছে একের পর এক নানা অপকর্মের তথ্য।
তৌহিদ আফরিদি যাকে ঘিরে এখন সরগরম সামাজিক মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম। সম্প্রতি জুলাই আন্দোলনে যাত্রাবাড়ি এলাকায় নিহত আসাদুল হক হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন তৌহিদ আফরিদি। তৌহিদ আফরিদকে রিমান্ডে পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি। জিজ্ঞাসাবাদে তার ছাত্রজনতার অভ্যুত্থান
বিরোধী কর্মকাণ্ড সহ গুরুত্ব পাচ্ছে নানা অপকর্মের অভিযোগ।
গত 24 আগস্ট রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তারের পর প্রতারণা, নির্যাতন, জিম্মি ও আর্থিক অপরাধের মত নানা অভিযোগ সামনে আসতে শুরু করে। তৌহিদ আফরিদর অপকর্ম নিয়ে সিআইডি
কর্মকর্তারা জানিয়েছেন, জুলাই আন্দোলনে স্বৈরাচারের পক্ষ নিয়ে তিনি সেলিব্রেটি ও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে আন্দোলন বন্ধের জন্য নানান রকম কাজ। যারা তার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তাদেরই বিভিন্ন হুমকি ও ভয়-ভীতি দেখিয়েছেন। তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নানা অভিযোগও উঠে এসেছে। অনেকেই আবার তৌহিদ আফরিদির নির্যাতনের বর্ণনাও দিয়েছেন।
আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সক্ষ্যতা গড়ে তিনি বিপুল অংকের টাকা কামিয়েছেন । এর বেশিরভাগই তৌহিদ আফরিদি বিদেশে পাচার করেছেন। পাঁচ দিনের রিমান্ডে তার সব অপরাধের অভিযোগ সামনে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান সিআইডি কর্মকর্তারা।
প্রসঙ্গত, গত 25 আগস্ট যাত্রাবাড়ি থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফরিদকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে গত 17ই আগস্ট একই মামলায় রাজধানীর গুলশান থেকে গ্রেপতার হন আফরিদর বাবা বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী।
Tasin/Digital Khobor