আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন, “রুমিন ফারহানা হচ্ছেন বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক ।“
তিনি বলেন, “আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। উনি সবসময় বলে থাকেন, বিগত ১৫ বছর নাকি উনি অনেক ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন। কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে, সব ধরনের সুবিধা নিয়েছেন।“
আজ ২৪ আগস্ট রোজ রোববার নির্বাচন কমিশনে সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানিকালে হাতাহাতির ঘটনায় এনসিপি নেতা আতাউল্লাহসহ নেতাকর্মীদের মারধরের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলন হাসনাত আব্দুল্লাহ এ মন্তব্য করেন ।
শুনানিতে নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করে তিনি বলেন, “আজকের নির্বাচন কমিশনের যে ভূমিকা রেখেছেন, আমরা সবসময় সেই ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে এসেছি। আমরা পুলিশকে দেখেছি এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আমরা দেখলাম পুলিশ আমাদের নেতাকর্মীদের কীভাবে কমিশনে ঢুকতে বাধা দিয়েছে। অন্যদিকে বিএনপির নেতাকর্মীদেরকে কীভাবে ফ্রি এক্সিট দিয়েছে এবং এই নির্বাচন কমিশন কতিপয় পার্টির পার্টি অফিস হয়ে গিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।“
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণ সংক্রান্ত দাবি-আপত্তির বিষয়বস্তু নিয়ে আজ ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের নির্ধারিত শুনানি হয়েছে । এরপর দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের সীমানা আপত্তি শুনানির একপর্যায়ে এই দুই পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দিলে শুনানিতে অংশগ্রহণকারীরা জড়িয়ে পড়েন মারামারিতে । এরপর ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
Tasin/Digital Khobor