আজ ২৩ আগস্ট রোজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিবর্তনের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে হবে। বিচ্ছিন্নভাবে জোড়াতালি দিয়ে কোনও পরিবর্তন করা সম্ভব নয় ।
মির্জা ফখরুল আরও বলেন, “ঘুষ দিয়ে স্কুল-কলেজের শিক্ষকদের নিয়োগ হয় । এত বৈষম্য, এত অনিয়ম যেখানে দীর্ঘদিন চলে থাকে, সেখানে পরিবর্তন রাতারাতি হবে কীভাবে । যখন প্রগতিবাদ সমাজ দেখতে চাই, বৈষম্য কমিয়ে আনতে চাই তখন সম্পূর্ণভাবে সেটা অন্য দিকে ঠেলে দেয়ার চেষ্টা চলছে। ”
মির্জা ফখ্রুল আরও অভিযোগ করেন, খুবই কৌশলে উগ্রবাদ ছড়িয়ে দেয়া হচ্ছে ।
মির্জা ফখরুল গণতন্ত্রে তর্ক-বির্তক হবে জানিয়ে বলেন, “দুর্নীতির ঊর্ধে উঠে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করলে এই বাংলাদেশেও পরিবর্তন আনা সম্ভব। এমন উদাহরণ আমাদের কাছে অনেক আছে।
Tasin/Digital Khobor