এখন পর্যন্ত সিলেটে সমন্বিত অভিযানে আনুমানিক ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। আজ ১৪ আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল থেকে ক্রাশার মিলেও পাথর উদ্ধার কার্যক্রম ও অভিযান চলছে।
গতকাল বুধবার রাত ১০টার পর রাস্তায় থেকে পাথরবোঝাই ৭৮ টি ট্রাক থেকে জব্দ করা হয় আনুমানিক ৪০ হাজার ঘনফুটের মতো পাথর । এর আগে, ধলাই নদীর আশপাশে স্তুপ করে রাখা ১২ হাজার ঘনফুট পাথর ফেলা হয় ধলাই নদীতে ।
জেলা প্রশাসন এই বিষয়ে জানায়, উদ্ধার হওয়া পাথরগুলো ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় বিছিয়ে দেয়া হবে আগের মতোই ।
এদিকে, পাথর লুটের ঘটনায় মধ্যরাতে কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলমকে গত বুধবার গ্রেফতার করেছে পুলিশ।
পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা এই বিষয়ে জানান, গত এক বছরে সিলেট থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য দুই শত কোটি টাকারও বেশি।
Tasin/Digital khobor